• রোববার , ১৯ জানুয়ারী ২০২৫

মুখ খুলছেন না নেতারা-গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনা করলেন অ্যালিসন ব্লেক খালেদা জিয়া


প্রকাশিত: ৮:১৯ পিএম, ১৮ মে ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৪৫ বার

বিশেষ প্রতিবেদক   :   মুখ খুলছেন না নেতারা- দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ blake khalada-www.jatirkhantha.com.bdআলোচনা করেছেন  ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেক ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে কি গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে সে সম্পর্কে কোন মুখ খোলেনি বিএনপির কোন নেতা।

বিএনপি সূত্র জাতিরকন্ঠকে জানিয়েছে,  ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে বিকেল সাড়ে ৬টারও কিছু পরে এ বৈঠক শেষ হয়। সোয়া এক ঘণ্টার এ বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে বিএনপি সূত্র জানিয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ প্রমুখ।