• রোববার , ১৯ জানুয়ারী ২০২৫

মিয়ানমার-প্রেসিডেন্টের পদত্যাগ


প্রকাশিত: ২:৫৯ পিএম, ২১ মার্চ ১৮ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৬২ বার

ডেস্ক রিপোর্টার :  মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াও পদত্যাগ করেছেন। বুধবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।পদত্যাগের কোনো কারণ জানানো Myanmar_President-resigns.-www.jatirkhantha.com.bdহয়নি। তবে বেশ কিছু দিন ধরেই ৭১ বছর বয়সী কিয়াও বিভিন্ন অনুষ্ঠানে অসুস্থ বা দুর্বল অবস্থায় উপস্থিত হতে দেখা গেছে।

ধারণা করা হচ্ছে, শারীরিক কারণে পদত্যাগ করে থাকতে পারেন তিনি।২০১৬ সালের নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন থিন কিয়াও। আলোচিত ওই নির্বাচনের মধ্য দিয়ে মিয়ানমারে কয়েক দশকের সেনা শাসনের সমাপ্তি হয়েছিল।

তবে থিন কিয়াও মূলত ছিলেন একজন আনুষ্ঠানিক প্রেসিডেন্ট। ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)-এর দলীয় প্রধান হিসেবে প্রেসিডেন্টের দায়িত্বে আসলে কাজ করে আসছেন রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি। প্রেসিডেন্টের ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতিতে জানানো হয়, থিন কিয়াও ‘বিশ্রাম নিতে চাইছেন’।
মিয়ানমারের প্রচলিত আইন অনুসারে, আগামী ৭ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে সরকারকে। ততদিন পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট মাইন্ত সুই ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।