• বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪

মিস এলাচি-কাছের মানুষ দূরে থুইয়া-


প্রকাশিত: ৭:৫৩ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২৪ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৯৫ বার

বিনোদন রিপোর্টার : ভালই দিন যাচ্ছে মিস এলাচি’র-। কাছের মানুষ দূরে থুইয়া-বেশ নাম করছেন তিনি। সম্প্রতি ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে তাসনিয়া ফারিণের ‘কাছের মানুষ দূরে থুইয়া’। সেইখানে ফারিণের চরিত্রের নাম ‘মিস এলাচি’।বর্তমান সময়ের অভিনেত্রীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তাসনিয়া ফারিণ। ক্যারিয়ারের তুঙ্গে অবস্থান করছেন তিনি। বাংলা নাটক থেকে শুরু করে ওয়েব সিরিজ, সবক্ষেত্রেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। গড়পড়তা গল্পের বাইরে পছন্দসই গল্প হলেই তাতে নাম লেখাচ্ছেন ফারিণ।

সিডনি ভ্রমণ করতে গিয়ে ফারিণ সেই প্রসঙ্গ টেনে মজা করে লিখেছেন, ‘মিস এলাচি বেগমে’র কাছের মানুষ দূরে থুইয়া’র সিডনি ভ্রমণ দেখুন ছবিসহ।এই গল্পের নায়ক ফারহান (প্রীতম) এবং নায়িকা শারমিন (তাসনিয়া ফারিণ)। বিপদে পাশে দাঁড়িয়েছেন শারমিনের। কিন্তু অকৃতজ্ঞ শারমিন কৃতজ্ঞতা না প্রকাশ করেই চলে যান। এজন্য তাকে এলাচি বলে সম্মোধন করে নায়ক।
গল্পে বেশ কিছু অনুভূতি কল্পনা করেছেন ফারিণ। সেই কল্পনাগুলো দেখানোর জন্য একাধিকবার তাকে দেখা যাবে অস্ট্রেলিয়ায়। শুটিংয়ের ফাঁকে সেজন্যই ফারিণের কিছু ঝলক দেখলো নেটিজেনরা।