• সোমবার , ২০ জানুয়ারী ২০২৫

মিশর প্রবাসী দেলোয়ারের আর্তনাদ-পরিবারকে খুঁজে পেতে সাহায্য করুন


প্রকাশিত: ২:৩২ এএম, ১০ ফেব্রুয়ারি ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৪৫ বার

mmm

ইউ এইচ খান কায়রো থেকে  :  মিশরের রাজধানী কায়রোতে মানসিক ভারসাম্যহীন একজন হতভাগ্য বাঙ্গালী যুবকের সন্ধান পাওয়া গেছে। তিনি প্রায় তিন বছর ধরে মানসিক ভারসাম্যহীন। প্রবাসীদের সাহয্য ও মিশরস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম বিভাগের দিক-নির্দেশনায় তাকে একজন প্রবাসী বাংলাদেশীর বাসায় রাখা হয়েছে।

দূতাবাস যথা সম্ভব চিকিৎসা সহায়তা দিয়ে যাচ্ছে। তবে দূতাবাস বা প্রবাসী কেউ তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারছে না। এবং তার এলাকার কেউ মিশরে থাকে না। তাছাড়া মিশরে খুব কম সংখ্যক বাংলাদেশী প্রবাসী বাস করেন। এমতাবস্থায় তার পরিবারের সাথে যোগাযোগ একান্ত প্রয়োজন।

সৌভাগ্য বশত তার কাছ থেকে তার পাসপোর্ট পাওয়া গিয়েছে। পাসপোর্ট নম্বর E-০৯০৪০২১ । নামঃ দেলওয়ার হোসেন, পিতাঃ কানু মিয়া, গ্রামঃ গকুল নগর, পোষ্টঃ বাকনার, থানাঃ মুরাদ নগর, জেলাঃ কুমিল্লা। জন্ম-তারিখঃ ৩০-১২-১৯৮৭ । জরুরীভাবে তার পরিবারের সাথে যোগাযোগ প্রয়োজন।

তার কোন নিকট জনের ফোন নম্বর যদি কেউ মিশরস্থ বাংলাদেশ দূতাবাস অথবা মিশর প্রবাসী সাংবাদিক +২০১২০৩৮৭৫৪৬৬ (ইমো, ভাইভার) তে দিতে পারেন কিংবা যোগাযোগ করিয়ে দিতে পারেন তাহলে হয়তো দেলোয়ার হোসেনকে তার পরিবারের কাছে ফেরত পাঠানো এবং সরকারী প্রবাসী কল্যান ও কর্মসংস্থাপন মন্ত্রনালয়ের সহায়তায় দেশে ভাল চিকিৎসা সম্ভব।
অথবা যোগাযোগ করতে পারেন জাতিরকন্ঠ কার্যালয়ে-।ফোন;-০১৭১ ৫০১১৮৩৭, মেইল করুন:- editorjatirkhantha@gmail.c om jatirkhantha@gmail.com.