মিশর প্রবাসী আওয়ামী লীগের অস্থায়ী কমিটি-সভাপতি ফখরুল
মিশর থেকে ইউ.এইচ.খান : মিশরে প্রবাসী আওয়ামী লীগের অস্থায়ী কমিটি গঠন করা হয়েছে। শিগগির পূর্ণাঙ্গ কমিটি গঠন করার আশাবাদ ব্যাক্ত করেছেন অস্থায়ী কমিটির সভাপতি ফখরুল ইসলাম । মিশরের সাথে বাংলাদেশের সম্পর্ক সেই বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময় হতে। মিশরে দীর্ঘদিন যাবৎ উল্লেখ যোগ্য সংখক প্রবাসী বাংলাদেশী ছাত্র, ব্যাবসায়ী এবং কর্মী হিসেবে কাজ করেন।সম্প্রতি গত ২৭ জানুয়ারী প্রবাসী আওয়ামীলীগের রাজনৈতিক মতাদর্শের অনুসারী প্রবাসী কিছু বাংলাদেশী মিশর আওয়ামীলীগ গঠনের উদ্যেশ্যে মিশরের টেনথ রামাদন সিটির হাইপার ওয়ান সুপারশপের ক্যাফেটারিয়াতে মিলিত হন। ইতিমধ্যেই একটি অস্থায়ী কমিটি গঠন করা হয়েছে।
অস্থায়ী কমিটির সভাপতি হিসেবে জনাব ফখরুল ইসলাম কোন ধরনের কোন্দল সৃষ্টি না করে সৎ ভাবে দেশের ভাবমূর্তি উজ্জল করার আশা প্রকাশ করেন। উক্ত সংক্ষিপ্ত সভায় রেজা, নজরুল, আরিফ, রফিক, মোস্তফা, রকিবুল, ইয়াসিন সহ মিশর প্রবাসী গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। অতি দ্রুতই তারা মিশর প্রবাসী সকলের উপস্থিতিতে একটি কার্যকরী পূর্নাঙ্গ কমিটি গঠনের আশাবাদ ব্যাক্ত করেন।