• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

মিশরে যথাযোগ্য ও গভীর শ্রদ্ধায় মহান মাতৃভাষা দিবস পালিত


প্রকাশিত: ৪:২২ পিএম, ২২ ফেব্রুয়ারি ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১০৬ বার

কায়রো, মিশর থেকে ইউ.এইচ. খান  : মহান মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মিশরস্থ বাংলাদেশী দূতাবাস বিশেষ IMG_1014অনুষ্ঠানের আয়োজন করে। সকালে দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। বিকেল ৫টায় শুরু হয় মূল অনুষ্ঠান।IMG_1021

এতে প্রবাসী বাংলাদেশী কমিউনিটি সহ বিভিন্ন দেশের কূটনৈতিক ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রথমে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বানী পাঠের মাধ্যমে আনুষ্ঠানিক বক্তব্য ও মাতৃভাষা দিবসের আলোচনা শুরু হয়।

IMG_1050এতে আলোচনা করেন, মিশরে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত মোঃ ওয়াহিদুর রহমান, কাউন্সিলর (রাজনৈতিক) মোঃ শফিকুর রহমান ও প্রথম সচিব (শ্রম) জোবাইদা মান্নান। এছাড়া বাংলাদেশী কমিউনিটির পক্ষে শ্রমিক, ছাত্র ও বিশিষ্ট ব্যাবসায়ী বৃন্দ বক্তৃতা করেন।

IMG_1098অনুষ্ঠানে মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ প্রামান্য চিত্র প্রদশ্রিত হয়। অনুষ্ঠানে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা প্রদশ্রিত হয়। এছাড়া ছিল শিশুকিশোরদের ২১শে ফেব্রুয়ারী উপলক্ষে বিশেষ চিত্রঙ্কন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন। সকল ভাষা শহীদদের প্রতি বিশেষ দোয়া পাঠ ও রুহের মাগফিরাত কামনা করা হয়। আপ্যায়ন পর্বে সুস্বাদু বাঙ্গালী খাবার পরিবেশন করা হয় ।