মির কাশেমের ’ভি’ চিহ্ন-প্রধান বিচারপতির বিরুদ্ধে থাদ্যমন্ত্রী-নেপথ্যে ঘটছেটা কি ?
স্টাফ রিপোর্টার : মির কাশেম ’ভি’ চিহ্ন দেখাচ্ছে-প্রধান বিচারপতির বিরুদ্ধে থাদ্যমন্ত্রী বক্তব্যে দেয়ার পর নয়া চাঞ্চল্য সৃষ্ঠি হয়েছে । চারদিকে আলোচনা সমালোচনা চলছে-নেপথ্যে ঘটছেটা কি ? প্রধান বিচারপতি এস কে সিনহাকে বাদ দিয়ে নতুন বেঞ্চ গঠন করে একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিলের পুনঃশুনানি দাবি করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। শনিবার রাজধানীতে ঘাতক-দালাল নির্মূল কমিটির এই আলোচনা সভায় তিনি এই কথা বলেন।
কামরুল ইসলাম বলেছেন, এই মামলার রায় কী হবে, তা প্রধান বিচারপতির প্রকাশ্যে আদালতে বক্তব্যের মধ্য দিয়ে আমরা অনুধাবন করতে পেরেছি। তার বক্তব্যের মধ্যে এটা অনুধাবন করেছি, এই মামলায় আর মৃত্যুদণ্ডের রায় দেয়ার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, প্রধান বিচারপতি প্রকাশ্য আদালতে কী বললেন? প্রসিকিউশন এই মামলা নিয়ে রাজনীতি করছে। জামায়াত যে অভিযোগ করেছে, বিএনপি যে অভিযোগ করেছে, তাদের আন্তর্জাতিক লবিস্ট গ্রুপ যে সুরে কথা বলছে, একই সুরে কথা বলেছেন প্রধান বিচারপতি। প্রকারান্তরে রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে অভিযোগ করলেন তিনি।
শুধু তাই নয়, এই বক্তব্যে ট্রাইব্যুনালের পাঁচ বছরের বিচারকে প্রশ্নবিদ্ধ ও হত্যা করা হয়েছে। খাদ্যমন্ত্রী বলেন, আমি মনে করি, প্রধান বিচারপতিকে বাদ দিয়ে নতুন করে শুনানি হওয়া উচিত। প্রধান বিচারপতিকে বাদ দিয়ে একটি বেঞ্চ হোক। আর সেই বেঞ্চে আপিলের শুনানি হোক।