• মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪

মিরপুর স্টেডিয়ামে সেনা কমান্ডো!


প্রকাশিত: ৮:১৫ পিএম, ১৭ আগস্ট ১৭ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ২০৯ বার

স্পোর্টস রিপোর্টার :   মিরপুর স্টেডিয়ামে কমান্ডো তুলকালাম! হাঁ ঘটনা ঠিক এরকমই! অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ড্রেসিংরুমে mirpur-sena-www.jatirkhantha.com.bdসন্ত্রাসীদের হাতে জিম্মি। চারদিকে পিনপতন নীরবতা। ভয়। উত্তেজনা।  চিন্তার কিছু নেই। বর্ণনাটা কাল্পনিক। তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে মিরপুর স্টেডিয়ামে যদি এমন ঘটনা ঘটে, তবে কী করা হবে আইনশৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে বৃহস্পতিবার তার একটি মহড়া দেয়া হয়েছে।

মহড়ায় দেখা গেছে, সেনাবাহিনীর অ্যাভিয়েশনে রাখা হেলিকপ্টারে চড়ে দ্রুতই মাঠে চলে আসেন প্যারা কমান্ডো সদস্যরা। ক্রিকেটারদের উদ্ধারের পর সিএমএইচের দিকে ধেয়ে যায় হেলিকপ্টারটি। আগে থেকেই সাজান সব কিছু। কখন, কীভাবে মহড়া হবে তাও বুঝিয়ে বলা হল। অভিযানের সময় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে উপস্থিত সবার মাঝে তবু উত্তেজনা ছড়ায়।
mirpur-sena-www.jatirkhantha.com.bd.2
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শুক্রবার বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। আগেই এসেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) দুই সদস্যের অগ্রবর্তী দল। যে দলে আছেন সিএ’র নিরাপত্তা পরামর্শক শন ক্যারল। কমান্ডো বাহিনীর নিরাপত্তা মহড়া দেখলেন বাংলাদেশ দলের ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে। মোবাইল ফোনে মহড়ার ছবি তোলা, ভিডিও; কিছুই বাদ গেল না। মুখে লেগে থাকা হাসিতে বোঝা গেল সন্তুষ্ট করা গেছে তাকে।

অনুশীলনের বিরতিতে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক মার্ক ও’নিল মোবাইলটা বের করে মহড়ার অংশ বিশেষ ভিডিও করলেন। টাইগার ক্রিকেটাররা উৎসাহ নিয়ে দেখলেন সব। খেলা চলার সময় স্টেডিয়ামে নিরাপত্তাজনিত কোনো সমস্যা তৈরি হলে কীভাবে খেলোয়াড়দের নিরাপদে সরিয়ে নেওয়া হবে, মহড়াতে সেটিই উপস্থাপন করা হয়েছে।
mirpur-sena-www.jatirkhantha.com.bd.1
মহড়ায় অংশ নেওয়া বাংলাদেশ সেনাবাহিনীর এক নম্বর প্যারা কমান্ডো ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল এম এম ইমরুল হাসান বলেন, ‘আমি আপনাদের এটুকু নিশ্চিত করে বলতে পারি যে বাংলাদেশের কমান্ডো, স্পেশাল ফোর্স এবং সেনাবাহিনী যে কোনো নিরাপত্তাজনিত পরিস্থিতি মোকাবেলায় সর্বদা প্রস্তুত আছে। এটি প্রতীক্ষিত একটি সিরিজ। বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য আইন-শঙ্খলারক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়পূর্বক মহড়া দেখলেন।‘

শুধু হেলিকপ্টার নয়; রাস্তা দিয়ে আসার জন্যও সেনানিবাসে প্রস্তুত থাকবে ৪৬ বিগ্রেডের অধীনে থাকা সদস্যরা। কচুখেত হয়ে মিরপুর ১৪, ১০ নম্বরের গোল চত্ত্বর অতিক্রম করে প্রবেশ করবেন স্টেডিয়ামে। স্টেডিয়ামের বাইরে মোতায়েন থাকবে পুলিশ সদস্য। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ( র‌্যাব) সদস্যরা থাকবেন স্টেডিয়ামের ছয়টি প্রবেশদ্বারে। দ্বিতীয় টেস্টের ভেন্যু চট্টগ্রামেও থাকবে একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা।

শুক্রবার বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ২৭-৩১ আগস্ট মিরপুরে হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রামে। মূল সিরিজের আগে ২২-২৩ আগস্ট বিসিবি একাদশের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।