• শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪

মিরপুরে ৬ভুয়া কাস্টমস কর্তা লালঘরে-


প্রকাশিত: ৭:৪৯ পিএম, ৬ এপ্রিল ১৯ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৬৫ বার

স্টাফ রিপোর্টার : চাকরী দেয়ার নামে টাক হাতিয়ে নেয়া মিরপুরের ৬ভুয়া কাস্টমস কর্তা এখন লালঘরে-। এই ভুয়া কাস্টমস কর্মকর্তাদের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল এ আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন- নুরুল হক (৫৭), শেখ আলম (৪৩), ফিরোজ আলম (৫৭), মোশারফ (৫৪), মাসুদ রানা (৪৩), রেনু মিয়া ওরফে রনি (৩৮)।

এর আগে এক দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দারুস সালাম থানার এসআই এস এম এলিস মাহমুদ।অপরদিকে, আসামিপক্ষের আইনজীবীরা জামিন শুনানির জন্য একটা তারিখ ধার্য করার আবেদন করেন।উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে জামিন শুনানির জন্য আগামীকাল রোববার দিন ধার্য করেন।

গত ৪ এপ্রিল এ আসামিদের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে গত ২ এপ্রিল রাতে মিরপুর থেকে এ চক্রের ছয় সদস্যকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।মো. কৌশিক আহম্মেদ নামে এক ব্যক্তিকে চাকরি দেওয়ার কথা বলে ৬ লাখ টাকা হাতিয়ে নেয় ওই প্রতারক চক্র। কৌশিক আহম্মেদ বাদী হয়ে দারুস সালাম থানায় মামলাটি দায়ের করেন।