• রোববার , ১৮ মে ২০২৫

মিরপুরে বিপুল পরিমাণ বোমাসহ দুই শিবিরকর্মী গ্রেফতার


প্রকাশিত: ১০:৫৬ পিএম, ২৩ ফেব্রুয়ারি ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৩১ বার

 
1বিশেষ প্রতিবেদক : রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকা থেকে অর্ধশতাধিক তাজা বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ ২ জনকে আটক করা হয়েছে।আটককৃতরা হলেন- আব্দুর রহিম ও শফিউদ্দিন আহমেদ। এরা, ঢাকা কলেজের শিক্ষার্থী বলে মিরপুর থানার ডিউটি অফিসার জানিয়েছেন।

পুলিশের দাবি মিরপুর থানাধীন ৮৫/৪ মধ্য পীরেরবাগে স্থানীয় জামায়াত নেতার বাড়িতে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যায় সেখানে অভিযান চালানো হয়।

এসময় ওই বাড়ি থেকে ৫৫টি হাত বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও ৪ শতাধিক বই উদ্ধার করা হয়। এসময় ওই বাড়ির একটি ফ্ল্যাট থেকে ২ জন শিবির কর্মীকে আটক করা হয়। তারা ঢাকা কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছেন পুলিশ।

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) তাপস কুমার বিশ্বাস জানান, আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত বাড়িতে অভিযান চালিয়ে বোমা, বোমার তৈ