• রোববার , ১২ জানুয়ারী ২০২৫

মিরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত


প্রকাশিত: ১২:১৫ পিএম, ৫ ফেব্রুয়ারি ১৫ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৬৯ বার

mirpurস্টাফ রিপোর্টার.ঢাকা: রাজধানীর মিরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন।বুধবার রাত তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে এ ঘটনা ঘটে।মিরপুর মডেল থানার এসআই জহির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘কাজীপাড়া সমাজকল্যাণ মসজিদের পাশে একদল দুর্বৃত্ত গোপন বৈঠক করছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালায়। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। এতে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়। তার বয়স আনুমানিক ২১ বছর।’তার লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহত যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি।