• মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪

মিরপুরে জঙ্গি আব্দুল্লাহ’র বিস্ফোরণ-গুলি


প্রকাশিত: ১০:৫৩ পিএম, ৫ সেপ্টেম্বর ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৩৯ বার

স্টাফ রিপোর্টার :  সারেন্ডার না করে জঙ্গি আব্দুল্লাহ গুলি চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর ওপর। রাজধানীর মিরপুরের দারুস সালামে jongi-www.jatirkhantha.com.bd.11জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে কয়েক দফায় ৪টি বিস্ফোরণ ঘটেছে। এতে ওই ভবনে আগুন ধরে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মঙ্গলবার রাত সোয়া ১০টায় র‌্যাবের সঙ্গে ভবনের ভেতর থেকে গোলাগুলি চলছিল।

প্রত্যক্ষদর্শী ও র‌্যাব সূত্রে জানা গেছে, সন্দেহভাজন জঙ্গি আবদুল্লাহ আত্মসমর্পণ করবেন বলে র‌্যাব সদস্যদের অপেক্ষার মধ্যে মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ওই বাড়ি থেকে ব্যাপকভাবে ধোঁয়া আসতে থাকে বলে জানা গেছে।

পরে সেখানে কয়েক দফা গুলির শব্দ শুনতে পাওয়ার যায়। এর আগে ‘জঙ্গি আস্তানায়’ থাকা আবদুল্লাহ আত্মসমর্পণে রাজি হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।মঙ্গলবার সন্ধ্যায় তিনি ঘটনাস্থলের কাছে সংবাদ ব্রিফিং করে এ তথ্য জানান।
jongi-www.jatirkhantha.com.bd
মুফতি মাহমুদ খান বলেন, আমাদের অগ্রাধিকার ছিল এই ভবনের অন্যান্য নিরপরাধ বাসিন্দাদের নিরাপত্তা দেয়া। আমরা সারাদিনে তাদের সরিয়ে আনতে সক্ষম হয়েছি। সারা দিন আমরা তার (আবদুল্লাহ) সঙ্গে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেছি। সেই সময় সে আমাদের কাছে সময় প্রার্থনা করেছে। আমরা তাকে সময় দিয়েছি। আমরা তার আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করেছি।

একটু আগে সে প্রাথমিকভাবে আত্মসমর্পণের জন্য রাজি হয়েছে।
“সে বলেছে, প্রথমে তার স্ত্রী ও দুই সন্তান বারান্দায় আসবে। তার কথা অনুযায়ী তারা বারান্দায় এসেছিল। আমরা তাদের সঙ্গে ইশারায় যোগাযোগ করেছি। পরবর্তীতে সে বলেছে, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে এই আত্মসমর্পণ করবে।” -বলেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক।

মুফতি মাহমুদ আরও বলেন, নির্ধারিত সময় যদি সে ধ্বংসাত্মক কিছু করার চেষ্টা করে সে বিষয়টি মাথায় রেখে আমাদের অভিযানকারী দল প্রস্তুত আছে।এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছিলেন, তাদের ধারণা ওই ‘জঙ্গি আস্তানায়’ নারী-শিশুসহ সাতজন আছে।