• মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪

মিরপুরে গুলি করে ৩০ লাখ টাকা ছিনতাই


প্রকাশিত: ১০:২৮ পিএম, ১৭ আগস্ট ১৪ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৬৩ বার

 

স্টাফ রিপোর্টার, ঢাকা:
sintai
এবার মিরপুর থানার পাশে প্রকাশ্য দিবালোকে বহু মানুষের সামনে গুলি করে ব্যবসায়ীর ৩০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুবৃত্বরা।এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।ডিসি মিরপুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাজধানীর মিরপুর এলাকায় মজিবুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে তাঁর সঙ্গে থাকা নগদ ৩০ লাখ ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে মিরপুর থানা থেকে মাত্র কয়েক শ গজ দূরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

মজিবুর মিরপুরে জমি কেনাবেচার ব্যবসা করেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।
মজিবুর রহমানের মামাতো ভাই মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, মজিবুর একটি জমির বায়না করতে আজ বেলা সাড়ে তিনটার দিকে মিরপুরের গ্রামীণ ব্যাংকের পশ্চিম দিক থেকে ৩০ লাখ টাকা নিয়ে খিলক্ষেত এলাকায় যাচ্ছিলেন। ওই সময়ে মিরপুর গ্রামীণ ব্যাংকের পশ্চিম দিকে উল্টো দিকে একটি মোটরসাইকেলে করে তিন যুবক তাঁর গতি রোধ করে। এ সময় তারা মজিবুরের ডান পাঁজরে ও পিঠে দুটি গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।