মিরপুরে আ’ লীগে জামায়াতের গুপ্তচর দু’পক্ষে সংঘর্ষ গোলাগুলি-গুলিবিদ্ধ ১৪
স্টাফ রিপোর্টার : রাজধানীর শাহআলী থানা এলাকায় মিরপুরে আ’ লীগে জামায়াতের গুপ্তচররা এখন বেপেরোয়া। এই গুপ্তচররা আওয়ামী লীগের সঙ্গে মিশে দলের বারোটা বাজাচ্ছে।রবিবার যুবলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা’য়ও ছিল নেপত্যে এরা। এ ঘটনায় ১৪ জন গুলিবিদ্ধসহ বেশকজন আহত হয়েছেন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।এ ঘটনায় বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আবারও যেকোন সময় সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্র জানায়, জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে মিছিল ও সমাবেশ শেষে শাহআলী থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা মিরপুর ১ নম্বরের দিকে যাচ্ছিল। এসময় শাহআলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাশেম মোল্লার নেতৃত্বে একটি গ্রুপ তাদের ওপর হামলা চালায়।
এ ঘটনার কিছুক্ষণ পর যুবলীগের আশপাশ এলাকার নেতাকর্মীরা মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে জড়ো হয়ে কাশেম মোল্লার গ্রুপের ওপর হামলা চালায়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় কাশেম গ্রুপের লোকজন মফিজ গ্রুপের নেতাকর্মীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।
এতে বাংলা কলেজের ছাত্রলীগের মনির, আলামিন ও জাকিরসহ গুলিবিদ্ধ ১৪ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই এলাকার মুক্তিযোদ্ধা মার্কেট, শাহআলী মার্কেটসহ আশপাশের দোকান পাট বন্ধ রয়েছে।
মিরপুরের সংসদ সদস্য আসলামুল হক আসলাম ও সাবিনা আক্তার তুহিনের ব্যক্তিগত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে স্থানীয় একটি সূত্র জানিয়েছে।উল্লেখ্য, ঘটনার সময় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও তাদের নিরব ভূমিকা পালন করেছেন বলে জানা গেছে।