মিনায় শয়তানকে পাথর মারতে গিয়ে পদদলিত ৪৫৩ জন হাজির করুন মৃত্যু
সৌদি আরব থেকে গোলাম কিবরিয়া: সৌদি আরবের মক্কার বাইরে মিনায় শয়তানকে পাথর মারতে গিয়ে পদদলিত হয়ে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টা পর্যন্ত ৪৫৩ জন হাজি মারা গেছে।মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন সিভিল ডিভেন্সের কর্মকর্তারা। আহত হয়েছেন কমপক্ষে হাজার খানেক হাজি।
সৌদি আল অ্যারাবিয়া আজ সন্ধ্যায় এ তথ্য ছেপেয়ে তাদের অনলাইন সংস্করণে।সৌদি সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জাতিরকন্ঠ প্রতিবেদকের কাছে এ তথ্য’র সত্যতা নিশ্চিত করেছেন।তবে পদদলিত হওয়ার ঘটনায় নাশকতা রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, একজন বৃদ্ধ হাজি পড়ে যাওয়ার রেশ ধরে ঘটনার সূত্রপাত।এরপর ওই বৃদ্ধ হাজি আর উঠে দারাতে পারেননি।তার ওপর পড়ত থাকে একের পর এক হাজি।এরপর পদদলিত হওয়ার ঘটনা ঘটে।