• রোববার , ১৯ জানুয়ারী ২০২৫

মিতু হত্যায় অংশ নেওয়া ৩ জনের ‘একজন রবিন’ আটক


প্রকাশিত: ১:৫১ পিএম, ১১ জুন ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৪৮ বার

চট্টগ্রাম প্রতিনিধি  :   এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমদুা খানম মিতু হত্যার ঘটনায় এক যুবককে mitu-3-www.jatirkhantha.com.bdআটক করেছে পুলিশ। পুলিশের ধারণা— আটক এই যুবক মিতু হত্যায় সরাসরি অংশ নেওয়া তিনজনের একজন। শনিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার ইকবাল বাহার তার কার্যালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার নগরীর শীতল ঝরণা এলাকা থেকে মিতু হত্যায় জড়িত সন্দেহে শাহ জামান ওরফে রবিন (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। তার বাবার নাম মো. শাহজাহান, বাড়ি কুমিল্লার লাকসামে।

সিএমপি কমিশনার বলেন, ‘ক্লোজ সার্কিট ক্যামেরা থেকে প্রাপ্ত ফুটেজ মিলিয়ে আমরা অনেকটাই নিশ্চিত, আটক শাহ জামান ওরফে রবিন এসপির স্ত্রী মিতু হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিল। পুরোপুরি নিশ্চিত হতে আরও কিছু ফুটেজ মিলিয়ে যাচাই করা হচ্ছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

এছাড়া হত্যাকাণ্ডে জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান সিএমপি কমিশনার।গত ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে পুলিশ কমিশনার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দু্র্বৃত্তরা।

এসপি পদে পদোন্নতি পাওয়ার আগে বাবুল আক্তার চট্টগ্রামে গোয়েন্দা পুলিশের কর্মকর্তা হিসেবে বেশ কয়েকটি জঙ্গি বিরোধী অভিযানে সাফল্য অর্জন করেন। এ কারণে তার স্ত্রী হত্যায় জঙ্গিরা জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।