• মঙ্গলবার , ৭ জানুয়ারী ২০২৫

মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ১২:১১ এএম, ২৪ আগস্ট ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৯৪ বার

হবিগঞ্জ প্রতিনিধি :  হবিগঞ্জের মাধবপুর উপজেলার বীর সিংহপাড়া গ্রামে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যা করা 1হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতাদির হোসেন জাতিরকন্ঠকে জানান, বীর সিংহ পাড়া গ্রামের সৌদিপ্রবাসী গিয়াস উদ্দিনের ছোট ভাই তাহের উদ্দিন বিদেশ যাওয়ার জন্য বেশ কিছুদিন ধরেই ভাইয়ের কাছে টাকা চাচ্ছিলেন। মাঝে মাঝেই এই টাকার জন্য তাহের বিদেশে থাকা তাঁর ভাই ও দেশে থাকা ভাবিকে চাপ দিতেন।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তাহের তাঁর ভাবি জাহানারা বেগমকে (৪৫) টাকার জন্য চাপ দেয়। তিনি এ বিষয়ে কিছু জানেন না বললে তাহের ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ভাবিকে কোপাতে থাকেন। এ সময় মাকে বাঁচাতে শারমিন আক্তার (২৬) এগিয়ে গেলে তাঁকেও এলোপাতাড়ি কোপায় তাহের।