• শুক্রবার , ২৪ জানুয়ারী ২০২৫

মা-মেয়েকে গণধর্ষণকারী চট্টগ্রামের চারজনের যাবজ্জীবন


প্রকাশিত: ৮:২৮ পিএম, ৯ জুন ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ২২৯ বার

 

চট্টগ্রাম প্রতিনিধি  :  চট্টগ্রামে মা-মেয়েকে গণধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় চারজনকে 2যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে আদালত এ রায় দেন।

দণ্ডিত আসামিরা হল: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেওচিয়া গ্রামের কোরবান আলী, রিদওয়ান রহমান, আব্দুর রহিম ও রুবেল চৌধুরী। একই মামলায় মাকসুদ হাসান নামে আরও একজন আসামি থাকলেও তার বিরুদ্ধে গঠন করা অভিযোগ বিচারের জন্য শিশু আদালতে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। আদালতের রেকর্ডে তার বয়স ১৬ উল্লেখ আছে।

মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট জেসমিন আক্তার বলেন, দণ্ডিত চারজনসহ মোট পাঁচজন মিলে মা ও মেয়েকে গণধর্ষণ করেছিল। ওই মামলায় চারজনের বিচার হয়েছে। একজন আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিচার শিশু আদালতে ন্যাস্ত করেছেন বিচারক। মামলায় চারজনের সাজা হয়েছে। দণ্ডিত কোরবান আলী ও আব্দুর রহিম বর্তমানে হাজতে ও বাকি দুজন পলাতক আছেন।

আদালত সূত্রে জানা যায়, সাতকানিয়া উপজেলার কেওচিয়া গ্রামে ২০১৪ সালের ১৪ জুন রাত সাড়ে ১২টার দিকে কেওচিয়া গ্রামের পাঁচজন বখাটে এক নারীর ঘরে ঢুকে তাকে ও তার সৎ মেয়েকে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায়  ওই মহিলা বাদি হয়ে ২০১৪ সালের ১৫ জুন সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা তদন্ত শেষে ২০১৪ সালের ১২ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এতে পাঁচজনকে আসামি করা হয়।

২০১৫ সালের ৯ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে চারজনের বিচার শুরুর আদেশ দেন আদালত। অপর আসামির বিচার শিশু আদালতে স্থানান্তরের আদেশ দেন ট্রাইব্যুনাল। মামলায় মোট ১২ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য নেয়া হয়।