• শনিবার , ১১ জানুয়ারী ২০২৫

মাস্ক কেলেংকারিতে এবার সিএমএসডি-


প্রকাশিত: ৮:১০ পিএম, ১২ জুলাই ২০ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৭৬ বার

বিশেষ প্রতিনিধি : মাস্ক কেলেংকারি ঘটনার তথ্য দিতে কেন্দ্রীয় ঔষধাগারের উপ-পরিচালক জাকির হোসেনসহ ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১৯ ও ২০ই জুলাই দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হয়েছে।এন নাইনটি ফাইভ মাস্ক কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় ঔষধাগার-সিএমএসডি’র উপ-পরিচালক জাকির হোসেনসহ ছয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।আজ রবিবার (১২ই জুলাই) দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী তাদের তলবি নোটিশ পাঠান।

নোটিশে সহকারী পরিচালক ডাক্তার শাহজাহান, ডেস্ক অফিসার ডাক্তার সাব্বির আহম্মেদ, স্টোর অফিসার কবির আহম্মেদকে ১৯শে জুলাই এবং সিনিয়র স্টোর অফিসার ইউসুফ ফকির, উপ-পরিচালক ডাক্তার জাকির হোসেন, মেডিক্যাল অফিসার জিয়াউল হককে ২০শে জুলাই সকাল দশটায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।এর আগে মাস্ক দুর্নীতির ঘটনায় ঠিকাদারী প্রতিষ্ঠান জেএমআই এর চেয়ারম্যান আবদুর রাজ্জাকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।