• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

মালয়েশিয়ায় আইএস সন্দেহে বাংলাদেশিসহ গ্রেফতার ৫


প্রকাশিত: ১০:০০ পিএম, ৫ ডিসেম্বর ১৫ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৪৭ বার

is-www.jatirkhantha.com.bdঅনলাইন ডেস্ক রিপোর্টার:   মালয়েশিয়ায় ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদার সঙ্গে জড়িত সন্দেহে বাংলাদেশিসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।শনিবার দেশটির পুলিশ বিভাগের এক বিবৃতির বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।বিবৃতিতে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে তাদের গ্রেফতার করা হয়।মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর বিবৃতিতে বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে মালয়েশিয়ার একজন ও চার বিদেশি নাগরিক রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘তাদের মধ্যে ৪৪ বছর বয়সী এক ইউরোপীয় রয়েছেন, যিনি পেনাং প্রদেশে অস্থায়ী শিক্ষক হিসেবে কাজ করছিলেন। তার সঙ্গে আল-কায়েদার সংশ্লিষ্টতা রয়েছে।’
ওই ব্যক্তি আফগানিস্তান ও বসনিয়ায় জঙ্গি কার্যক্রমে অংশ নিয়েছিলেন বলেও ধারণা করছে মালয়েশিয়ার পুলিশ।

পুলিশ প্রধান আরও বলেন, ‘বাকিদের মধ্যে ৩১ বছর বয়সী এক ইন্দোনেশীয় এবং এক মালয়েশীয় ও বাংলাদেশি আইএসের একটি সেলের সঙ্গে যুক্ত। তারা বিদেশে জঙ্গি কার্যক্রমে অংশ নিতে স্বেচ্ছাসেবক সংগ্রহের দায়িত্বে ছিলেন।’ওই সেলটির নেতা ইন্দোনেশীয় ওই নাগরিক ২০১৪ সাল থেকে ফেসবুকে আইএস নেতা আবু বকর আল বাগদাদির প্রতি আনুগত্য দেখিয়ে আসছেন বলে জানান পুলিশ প্রধান খালিদ।

উল্লেখ্য, রাশিয়ার স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে আইএসের ১০ জঙ্গি থাইল্যান্ডে প্রবেশ করেছে বলে শুক্রবার গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর মালয়েশিয়ায় উচ্চ সতর্কাবস্থা জারি করা হয়।