• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

মানুষ মানুষের জন্যে-‘জিডিটিপিএফ’


প্রকাশিত: ৭:১৭ পিএম, ১৮ ফেব্রুয়ারি ১৯ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৪৮ বার

স্টাফ রিপোর্টার : নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে চান ‘ওরা; ‘গাজীপুর-ঢাকা ট্রেন প্যাসেঞ্জার্স ফোরাম’ (‘জিডিটিপিএফ’)। আর এলক্ষ্যেই ‘ওরা’ কাজ করছে। ট্রেন যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করেই সংগঠনটির আত্মপ্রকাশ। প্রথমে ফেসবুকে নিজেদের গ্রুপের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে এগিয়ে যায় ওরা। গ্রুপের সদস্যরা প্রতিদিন গাজীপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে গাজীপুর চলাচল কারী যাত্রীদের ট্রেনের সময়সূচী জানিয়ে দিত। এভাবে স্বেচ্ছাপ্রণোদিত এ সেবায় ধিরে ধিরে একত্রিত হয়ে পড়ে বেশ কিছু তরুণ উদ্যোমী কর্মী। তাদের (মোঃ সাইদুর রহমান ভূঁইয়া নয়ন, প্রিন্স তামিম, মীর মাহবুব, সুলতানুস সালেহীন) সম্মিলিত প্রয়াসে গাজীপুর-ঢাকা’য় চলাচলরত ট্রেন প্যাসেঞ্জারদের নিরাপত্তায় উদ্যোগী হয়।

মানুষ মানুষের জন্যে-‘জিডিটিপিএফ’ সংগঠনের উদ্যোমি কর্মীরা স্টেশনে ‘ইয়োলো মার্ক’ (সেফটি লাইন) ও সচেতনতামূলক কর্মসূচিতে-

এরপর প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ঢাকা ও গাজীপুরের রেল যাত্রীদের নিরাপত্তা চিন্তা করে জয়দেবপুর স্টেশনে ‘ইয়োলো মার্ক’ (সেফটি লাইন) প্রদান করে। এতে করে ট্রেন যাত্রীরা কিভাবে-কোথায় কোন স্থানে ট্রেনের জন্যে অপেক্ষা করতে পারবে তা নিশ্চিত হয়। এ সম্পর্কে সংগঠনটির কর্মকর্তা মোঃ সাইদুর রহমান ভূঁইয়া নয়ন জাতিরকন্ঠ কে জানান, মানুষের ভ্রমণ যেনো নিরাপদ হয় সেলক্ষ্যেই তাঁরা কাজ করছেন। পর্যায়ক্রমে তাঁরা দেশের অন্যান্য স্টেশনেও ‘ইয়োলো মার্ক’ প্রদানের প্রচেষ্টা এগিয়ে নেবেন।

এদিকে ‘গাজীপুর-ঢাকা ট্রেন প্যাসেঞ্জার্স ফোরাম’ জ্রেব্রাক্রসিং নিয়েও কাজ শুরু করেছে। এলক্ষ্যে তাঁরা গাজীপুর জেলা প্রশাসককে চিঠি দিয়ে অনুমতি চেয়েছে। তাঁরা জেলা প্রশাসককে বলেছে, গাজীপুরের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে জেব্রাক্রসিং নেই। এতে সাধারন পথচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।এলক্ষ্যে তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তা, পুলিশ সুপারের কার্যালয় এর সামনের রাস্তা, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনের রাস্তা, রানী বিলাসমনি সরকারী বালক স্কুলের সামনের রাস্তাসহ জয়দেবপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, গাজীপুর মহিলা কলেজ, আদালত ভবন ও জোড়পুকুর পাড় মধ্যবর্তী স্থান এর রাস্তায় জেব্রাক্রসিং দেয়া জরুরী বলে জানিয়েছে। জেলা প্রশাসন খুব শিগগির এ বিষয়ে ব্যবস্থা নেবে বলে আশা করছে সংগঠনটি।