স্টাফ রিপোর্টার.ঢাকা: এবার মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য এম এ হান্নানকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশান-২ এর ৩৬ নম্বর রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করে বনানী থানা পুলিশ।সংসদ সদস্য এম এ হান্নান জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীরও সদস্য।এছাড়া এমপি হান্নানের ছেলে রফিক সাজ্জাদকেও গুলশান থেকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ।বনানী থানার ওসি সালাউদ্দিন আহমেদ খান জাতিরকন্ঠকে জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় এমপি হান্নান গ্রেফতার করা হয়েছে।একই সময় গ্রেফতার করা হয় তার ছেলে রফিক সাজ্জাদকেও ।
একাত্তরের যুদ্ধাপরাধের চলমান বিচারে এর আগে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আব্দুল জব্বার ইঞ্জিনিয়ার এবং সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ কায়সারের সাজা হয়।যুদ্ধাপরাধে দণ্ডিতদের মধ্যে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী ছাড়া বাকি প্রায় সবাই জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট।