মাদক নির্মূলে মন্ত্রীর দাওয়াই-গুলি!
স্টাফ রিপোর্টার : মাদক নির্মূলে এবার মন্ত্রীর দাওয়াই- হলো ‘শ্যুট অন সাইট’। মাদক নিয়ন্ত্রণে দেখা মাত্র গুলি করা দরকার বলে মনে করছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর তেজগাঁওস্থ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রধান কার্যালয়ে ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।গণশিক্ষামন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণ নয়, দরকার নির্মূল। আর মাদক নির্মূলে প্রয়োজন ‘শ্যুট অন সাইট’ (দেখামাত্র গুলি করা)। উন্নত বিশ্বে এটি আছে। লিখে রাখেন আমার মৃত্যুর একশ বছর পরও মাদক নির্মূল সম্ভব হবে না, যদি মাদক নির্মূলের লক্ষ্যে গৃহীত সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা না যায়।