• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

মাদক খাইয়ে মডেল পূজাকে গণধর্ষণ


প্রকাশিত: ৩:২৩ এএম, ২১ জুন ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ২৮৭ বার

বিনোদন রিপোর্টার   :    তিন ভিডিওগ্রাফারের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেছেন মডেল 1পূজা মিশ্র।পূজা হিন্দি টেলি শো বিগ বসের প্রাক্তন প্রতিযোগী। জয়পুরে তিন ভিডিওগ্রাফারের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন তিনি।

রাজস্থানের জয়পুরে তার লাইফস্টাইল শো- ‘আভি তো পার্টি শুরু হুয়ি হ্যায়’-এর প্রোমোশন ও শুটিংয়ের সময় ওই ঘটনা ঘটেছে বলে দাবি তার।

model.puja-www.jatirkhantha.com.bdসূত্রের খবর, শুটিংয়ের জন্য তিন ভিডিওগ্রাফারকে চুক্তির ভিত্তিতে কাজে নেন পূজা। ওই তিনজনের নাম মোসিম, সুহান ও হরিশ। শুটিংয়ের জন্য তাদের পারিশ্রমিক হিসেবে দৈনিক আট হাজার টাকা করে দেয়ার কথা ছিল।

শুটিং শেষে পূজা হোটেলে ওই তিনজনকে নৈশভোজের জন্য নিমন্ত্রণ করেন। পূজার অভিযোগ, নৈশভোজের পর তাকে মাদক খাইয়ে বেহুঁশ করে ধর্ষণ করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।