• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

মাদক খাইয়ে নায়িকা প্রত্যাশীকে ধর্ষণ-অভিযুক্ত প্রযোজক


প্রকাশিত: ৭:৩১ পিএম, ৫ জুন ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৫৬৬ বার

ডেস্ক রিপোর্ট : অভিনয়ে শখ নেই এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। আর অভিনয় করতে গিয়ে কত নারী যে মিডিয়াঙ্গনের মানুষের লালসার শিকার হয়েছেন তার হিসেব নেই। তবে সিনেমাজগতের সেই সব পর্দার আড়ালের খবর খুব কমই সামনে আ1সে।

বলিউডে অভিনয়ের স্বপ্ন নিয়ে প্রতারণার ফাঁদে পড়লেন ৩২ বছর বয়সী এক নারী। আলতাফ মার্চেন্ট নামে এক ব্যক্তি প্রযোজক পরিচয় দিয়ে তাকে মাদক খাইয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ।

নির্যাতিতা জানিয়েছেন, ২০১৩ সালে এক বন্ধুর মাধ্যমে আলতাফের সঙ্গে তার পরিচয় হয়। আলতাফ তাকে ছবিতে সুযোগ দেয়ার প্রতিশ্রুতি দেন। ২০১৪-এর ফেব্রুয়ারিতে একদিন বান্দ্রায় আলতাফের বাড়িতে যান তিনি। সেখানে তখন অনেক উঠতি বয়সের ছেলে-মেয়েই বসে মাদক খাচ্ছিল।

এই দৃশ্য দেখে তিনি অস্বস্তি বোধ করতে থাকেন। কিন্তু আলতাফ তাকে একটি ঘরে নিয়ে গিয়ে চুলের মুঠি ধরে জোর করে কোকেন খাইয়ে দেন। এতে তার নাক দিয়ে রক্ত পড়তে থাকে এবং তিনি অজ্ঞান হয়ে যান। পরের দিন সকালে জ্ঞান ফেরার পরেও ওই নারীর মাথা ধরে ছিল এবং গোপনাঙ্গে ব্যথা ছিল। তিনি বুঝতে পারেন, তাকে ধর্ষণ করেছে আলতাফ।

এরপর মুম্বাই ছেড়ে নিজের বাড়িতে ফিরে যান তিনি। কিন্তু আলতাফ রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগ থাকার কথা বলে তাকে হুমকি দিতে থাকে। বাধ্য হয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি।