• সোমবার , ২০ জানুয়ারী ২০২৫

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অনিয়ম দুর্নীতি-সরেজমিনে দুদকের অভিযান


প্রকাশিত: ২:০৯ পিএম, ৬ মার্চ ১৭ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১০৮ বার

Madokdrobo-www.jatirkhantha.com.bd

স্টাফ রিপোর্টার :  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তেজগাঁও কার্যালয়ে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বেলা পৌনে ১১টার দিকে দুদকের পরিচালক মো. বেলাল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি দল অভিযান পরিচালনা করতে কার্যালয়ে ঢোকে। জাতিরকন্ঠকে এ অভিযানের বিষয়টি জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

প্রণব জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বিভিন্ন ধরনের দুর্নীতির তথ্য রয়েছে দুদকের কাছে। সেসব তথ্য খতিয়ে দেখতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে সময় ওই প্রতিষ্ঠানে কি নিয়ম-শৃঙ্খলা অনুসারে কাজ করা হয়, তা-ও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রণব।