• মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪

মাতৃভাষার জন্মদিন-একুশে ফেব্রুয়ারি ঘিরে বাণিজ্য-নানা প্রশ্ন


প্রকাশিত: ২:৩৭ পিএম, ২১ ফেব্রুয়ারি ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১০৭ বার

21-black dress-www.jatirkhantha.com.bdঅনলাইন ডেস্ক রিপোর্টার  :   ইদানিং দিবসকে ঘিরে বিভিন্ন ফ্যাশন হাউজে থাকে নানান পোশাকের সমাহার।বাংলাদেশে বিশেষ কোন দিবস এলেই সেটিকে ঘিরে ইদানিং অনেক বাণিজ্যিক কার্যক্রম দেখা যায়।
যেমন একুশে ফেব্রুয়ারিকে ঘিরে নানান ফ্যশন হাউজ ভরে গেছে সাদা কালো রঙের শাড়ি আর পাঞ্জাবী দিয়ে।

অ আ ক খ লেখা পোশাক চালু হয়েছে বেশ ক’বছর হলো।আর মানুষ এখন ঘটা করে সেগুলো পড়ে ফ্যাশন করছে বলে মনে হয়।শোক দিবসের বদলে একুশে ফেব্রুয়ারি আজকাল একটি উৎসবে পরিণত হয়েছে কিনা ইদানিং এ প্রশ্ন করছেন অনেকেই।একটি শোক দিবসকে ঘিরে বাণিজ্যের গ্রহণযোগ্যতা কতটা?

ফ্যাশন হাউজ অন্যমেলার স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম মনে করেন একুশে ফেব্রুয়ারি উৎসবের দিন।
অনন্য প্রকাশনীর প্রকাশক ও ফ্যাশন হাউজ অন্যমেলার স্বত্বাধীকারি মাজহারুল ইসলাম বিবিসিকে বলছিলেন এটাকে উৎসব হিসেবে পালন করা হচ্ছে এটাকে তিনি দোষের কিছু দেখেননা।তাঁর কাছে এটা শোক দিবস নয়, অর্জনের দিবস।

মাজহারুল ইসলাম বলছেন, “এটা আমাদের বাঙালির একটা অহঙ্কার। আমাদের দেশের ভাষা সৈনিকরা ভাষার জন্য জীবন দিয়েছিলেন। আমরা লড়াই করেছি, জিতেছি। আমরা নিজেদের ভাষায় বাংলা ভাষায় কথা বলছি এটা আমাদের অহঙ্কার। এটাকে শোকের কোন বিষয় আমি মনে করিনা”।

“এ দিবসকে কেন্দ্র করে এ দিনটাকে স্মরণ করার জন্য যদি কেউ পোশাক পড়ে পালন করে সেটা খারাপের কিছু নয়”-বলেন মাজহারুল ইসলাম।তবে মি: ইসলাম বলেন, “যদি একুশের চেতনাকে ধারণ না করে শুধু সাদা-কালো কাপড় বা একুশের ডিজাইনসহ কোন পোশাক পড়ে কেউ ঘুরে বেড়ায় সেটা খারাপের।

নিজস্ব সংস্কৃতিকে ধারণ করে দেশীয় পোশাক পড়ে এ উৎসব পালন করাকে আমি খারাপ বলিনা”।
“আর আমার চোখে এটি শোকের দিন নয়, এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমাদের অর্জন, আমাদের আনন্দের দিন”-বলেন মাজহারুল ইসলাম।