• শুক্রবার , ৩ মে ২০২৪

মাঝ আকাশেই পাইলটের মৃত্যু


প্রকাশিত: ২:৩৪ এএম, ৭ অক্টোবর ১৫ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৪০ বার

mikel-www.jatirkhantha.com .bd
আন্তজার্তিক ডেস্ক রিপোর্টার :  বিমান যখন মাঝ আকাশে, তখন হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়েন আমেরিকান এয়ারলাইন্সের পাইলট মাইকেল জনস্টন। কিছুক্ষণ পর বিমানেই মৃত্যু হয় তার। ১৪৭ যাত্রী এবং ৫ ত্রুক্র নিয়ে বিমানটি অ্যারিজোনা থেকে বোস্টন যাচ্ছিল।বিমান সংস্থাটি জানিয়েছে, এয়ারবাস এ৩২০ অ্যারিজোনা বিমানবন্দর থেকে বোস্টনের উদ্দেশে রওনা হয় স্থানীয় সময় রাত ১১টা ৫৫ মিনিটে। বিমান যখন মাঝ আকাশে তখন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পাইলট। প্রাথমিক চিকিৎসায়ও কোনো ফল হয়নি। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় তার। এর পর সহকারী পাইলট বিমানটি নিউইয়র্কের আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করান।

হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই পাইলটকে মৃত ঘোষণা করেন। আমেরিকান এয়ারলাইন্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের একজন পাইলটের মৃত্যু হয়েছে। তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। তাদের দেখাশোনা করা এখন আমাদের প্রধান কর্তব্য।’ বিবৃতিতে কোথাও তার মৃত্যুর কারণ নিয়ে কিছু বলা না হলেও ক্যাপ্টেন মাইকেল জনস্টনের স্ত্রী জানান, সম্ভবত হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। ২০০৬ সালে জনস্টনের দুই দফা বাইপাস সার্জারি হয়েছিল।