• শনিবার , ১৬ নভেম্বর ২০২৪

মাঝারি থেকে ভারি ধরনের বৃষ্টি হতে পারে কাল’ও


প্রকাশিত: ১২:০৩ এএম, ১৪ সেপ্টেম্বর ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৯১ বার

 

স্টাফ রিপোর্টার : আজ মঙ্গলবার ঢাকায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এতে ঈদের জামাতে আসা মানুষকে ভোগান্তির 11মধ্যে পড়তে হয়। কাল বুধবারও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

আজ দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ডে, ৫৫ মিলিমিটার। আর ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ২৫ মিলিমিটার। এ ছাড়া ময়মনসিংহে ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আগামীকাল সূর্যোদয় ঢাকায় ৫টা ৪৫ মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩ মিনিটে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ফেনীতে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলিসিয়াস।

ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।