মাওলানা সদরুল আমিন রিজভীর রহস্যজনক মৃত্যু
বিশেষ প্রতিনিধি : মাওলানা সদরুল আমিন রিজভীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ট্রাকচাপার বিষয়টি মেনে নিতে পারছেন না তার ভক্তরা।তাদের দাবি পূর্ণাঙ্গ তদন্ত করে দেষীদের পাস্তি দিন।কিশোরগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় আহলে সুন্নত ওয়াল জামায়াতের সভাপতি ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সদরুল আমিন রিজভী (৬০) নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৯টার দিকে কিশোরগঞ্জ নতুন জেলা কারাগারের কাছে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নেত্রকোনা জেলা সদর উপজেলার শতশ্রী রিজভী দরবার শরীফের গদীনশীন পীর সদরুল আমিন কুমিল্লায় মুরিদদের সঙ্গে সময় কাটিয়ে মাইক্রোবাসযোগে নেত্রকোনায় নিজ বাড়ি ফিরছিলেন।
কিশোরগঞ্জ জেলার নতুন কারাগারের কাছে পৌঁছলে তাকে বহনকারী মাইক্রোবাসকে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় সদরুল আমিনের অন্য তিন সহযোগী গুরুতর আহত হন।রাত সোয়া ১১টায় প্রতিবেদন লেখা পর্যন্ত কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে সদরুল আমিনের মরদেহ ছিল। মরদেহ দেখার জন্য শত শত মানুষ সেখানে ভিড় করছিল।