‘মহেশভট্ট মুসলিম মায়ের জারজ সন্তান’
বিনোদন রিপোর্টার : মহেশ ভট্ট-বলিউডের প্রযোজক-পরিচালক। এক ডাকে তাঁকে চেনেন সকলে। তাঁর কাজ তাঁর হয়ে কথা বলেছে দীর্ঘ দিন। পাশাপাশি তাঁর ক্যাসানোভা ইমেজও কম আকর্ষণীয় নয়। সেই মহেশ এ বার খোলসা করলেন নিজের জীবনের এক চরম সত্য।‘‘আমি জানি না বাবা কী জিনিস। বাবার কোনও স্মৃতিই নেই আমার। তাই বাবার ভূমিকা কেমন হওয়া উচিত তাও জানি না। কারণ আমি এক মুসলিম মায়ের জারজ সন্তান। আমার মায়ের নাম শিরিন মহম্মদ আলি’’— হিন্দুস্তান টাইমসকে দেওয়া একান্ত সাক্ষাত্কারে সম্প্রতি এই কথা বলেছেন মহেশ।
কিন্ত তাঁর নাম মহেশ ভট্ট হল কী ভাবে? এই প্রশ্নের উত্তরে মহেশ জানিয়েছেন, তাঁর মা নাকি বলেছিলেন, মহেশের বাবা ছেলের এই নাম রাখতে বলেছিলেন। মহেশ ছোটবেলায় অপেক্ষা করতেন বাবার জন্য। কবে বাবা আসবেন, তাঁর নাম কেন মহেশ রাখলেন তা বুঝিয়ে দেবেন। না! সে অপেক্ষায় কোনও লাভ হয়নি। কারণ কোনও দিনই নাকি মহেশের বাবা ছেলের সঙ্গে দেখা করতে আসেননি।
তবে বাবার পরিচয় মায়ের কাছ থেকে পেয়েছিলেন মহেশ। তাঁর বাবার নাম ছিল নানাভাই ভট্ট। কিন্তু মহেশের জন্মের পর তাঁর ও তাঁর মায়ের কোনও দায়িত্বই নাকি নেননি নানাভাই।মায়ের পছন্দ মতো কোনও কাজই নাকি জীবনে করতে পারেননি মহেশ। মায়ের আশা অনুযায়ী ভাল ছেলে হওয়া তাঁর হয়নি। তার কারণ হিসেবে ছোটবেলার এই অন্ধকার অতীতকেই পরোক্ষে দায়ী করেছেন মহেশ। তবে নিজের জীবনের এই চরম সত্যি এ ভাবে প্রকাশ করায় অবাক বলি মহলের একটা বড় অংশ।