• শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪

মহাদুর্নীতিবাজ রাজউকের মিলন দুদকের জালে ধরা


প্রকাশিত: ৮:৪৮ পিএম, ১৭ এপ্রিল ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৩৬২ বার

স্টাফ রিপোর্টার   :  রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) হিসাবরক্ষক তাহমিদুল ইসলাম 4মিলনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে সংস্থাটির উপপরিচালক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে একটি দল তাকে গ্রেফতার করেছে ।

দুদক সূত্র জানায়, তাহমিদুল দুটি মামলার এজাহারভুক্ত আসামি। গত বছরের অক্টোবরে শাহবাগ ও শেরেবাংলা নগর থানায় মামলা দুটি করে দুদক। মানি লন্ডারিং আইনে করা একটি মামলায় তাহমিদুলের বিরুদ্ধে ৯৮ লাখ টাকার বেশি সন্দেহজনক ও অবৈধ লেনদেনের অভিযোগ আনা হয়। আরেকটি মামলা করা হয় প্রতারণার অভিযোগে। সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও ব্যবসায়ী পরিচয়ে পাসপোর্ট নেয়ার অভিযোগে ওই মামলাটি হয়।