• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

“মন খারাপ”-মলি ইসলাম


প্রকাশিত: ৯:৩২ পিএম, ১১ ডিসেম্বর ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৬০৭ বার

mআজ আমার মনটা বিষন খারাপ
খুব ভোরে বান্ধবীর বাবার মৃত্যু সংবাদ শুনে
সম্পূর্ণ অন্য জগতের চিন্তা আসলো মনে,
এ পৃথিবীতে ২ দিনের অতিথী মাএ,
দু’দিনের জন্য বেড়াতে আসা,
মায়ার জালে জরিয়ে যাওয়া,
পৃথিবীটা যেন এক অদ্ভুদ লীলা খেলা।

বেঁচে থাকার তাগিদে আমরা কত কিছুই করি,
টাকা পয়সা জস, খ্যাতি, লোভ,
লালসা,বিলাসিতা, গাড়ি-বাড়ি।
কিন্তু মৃত্যুর সময়?

এ সবের কোনও একটি কী সাথে যায়?
না-সব কিছু থেকে যায় এ ধরায়।
শুধু রয়ে যায়, মানুষটির কিছু কথা-
কিছু প্রীতি আর এক সাগর স্মৃতি।

মানুষটির জন্য খারাপ লাগে অল্প দিন-
তারপর-একদিন সব অতীত হয়ে যায়,
ভুলে যায় সবাই-
সেই মানুষটির কথা-
কিছু প্রীতি আর এক সাগর স্মৃতি।

এমন কী তার স্মৃতি’ও
হয়তো সে মানুষটির একান্ত আপন জনই
মনে রাখে তাকে,
স্মরণ করে একান্ত গোপনে,
অন্য সবাই স্মরণ করে-
বছরের কোন এক নির্দিষ্ট দিনে।