মন্ত্রী-এমপিসহ রাজনীতিক প্রভাবমুক্ত নির্বাচন প্রত্যাশা আহাদ চৌধুরীর
নিজস্ব প্রতিবেদক: ঢাকা, ১৪ মে ২০১৪:
উপজেলার নির্বাচন আগামী ৪ঠা জুন। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন ৫ সদস্যের নির্বাচন কমিশন এরই মধ্যে প্রার্থী বাছাই ও পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করেছে। দেশব্যাপী প্রায় ১ লাখ ৬৫ হাজার মুক্তিযোদ্ধা ভোটার তাদের মর্যাদাপূর্ণ সংগঠনের পরবর্তী নেতৃত্ব নির্বাচন করবেন। নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা অনুমোদনের পর গতকাল অন্যতম প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রধান মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরী তার সহযোদ্ধা ৪১ প্রার্থীকে পরিচয় করিয়ে দেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত প্যানেল পরিচিতি অনুষ্ঠানে আহাদ চৌধুরী মন্ত্রী-এমপিসহ রাজনীতিক প্রভাবমুক্ত নির্বাচন প্রত্যাশা করেন। এক প্রশ্নের জবাবে বলেন, মুক্তিযোদ্ধাদের নির্বাচনকে সম্পূর্ণ প্রভাবমুক্ত রাখতে প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন আমরা তার প্রতি আস্থাশীল। আশা করি অতীতের যে কোন নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন স্বচ্ছ ও কালিমামুক্ত হবে। মুক্তিযোদ্ধারা যে রায় দেবেন তা মেনে নেয়ার অঙ্গীকার করে তিনি বলেন, গত নির্বাচনে একজন প্রকৌশলী জেলা উপজেলায় তার অধস্তন কর্মকর্তা ও ঠিকাদারকে ব্যবহার করে নির্বাচনকে কলুষিত করেছেন এবার তা হতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেন তিনি। তিনি নিজেসহ যে প্যানেল বা প্রার্থীর নির্বাচনী আচরণ বিধি লক্সঘন ও অনিয়ম জনসমক্ষে তুলে ধরার জন্য গণমাধ্যমের একান্ত সহযোগিতা কামনা করেন। নির্বাচনের দিনে কেবল ভোট প্রদানই নয়, ৬৪ জেলার সব ক’টি উপজেলা ও মহানগরে চূড়ান্ত গণনা এবং ফল ঘোষণা পর্যন্ত উপস্থিত থাকতে মুক্তিযোদ্ধাদের প্রতি বিনীত অনুরোধ জানান তিনি।