• রোববার , ১৯ জানুয়ারী ২০২৫

মন্ত্রীর পদমর্যাদা পেলেন ঢাকার দুই মেয়র-আইভি উপমন্ত্রী-অন্য মেয়রদের পদ মর্যাদা বাড়েনি


প্রকাশিত: ৩:৪৯ পিএম, ২১ জুন ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১০০ বার

বিশেষ প্রতিবেদক  :  ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই মেয়র মন্ত্রীর পদমর্যাদা anis_kjhokon minister-www.jatirkhantha.com.bdপেয়েছেন।মঙ্গলবার দুপুরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।এতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়রকে উপমন্ত্রীর পদমর্যাদা দেয়া হয়েছে।

এর ফলে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক ও দক্ষিণের মেয়র সাঈদ খোকন মন্ত্রী হিসেবে এবং নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী উপমন্ত্রী হিসেবে সুযোগ-সুবিধা ভোগ করবেন।মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম বলেন, রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এই মর্যাদা বৃদ্ধি করা হয়েছে।