মন্ত্রীদের সাজা-‘জাতি জানুক আদালত কত কঠোর হতে পারে’
সুপ্রীমকোর্ট রিপোর্টার : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, সারা জাতিকে বার্তা দেয়ার জন্যই আদালত অবমাননা মামলায় সরকারের দুই মন্ত্রীকে তলব করা হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি না হয়। জাতি জানুক, সর্বোচ্চ আদালত কতো কঠোর হতে পারে।
রবিবার সকালে আদালত অবমাননার অভিযোগে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে দোষী সাব্যস্ত করে আদেশ দেয়ার আগে প্রধান বিচারপতি এসব কথা বলেন।এস কে সিনহা বলেন, সর্বোচ্চ আদালতের সকল বিচারক পুঙ্খানুপুঙ্খভাবে তাদের বক্তব্য পর্যালোচনা করেছি এবং এ বিষয়ে আমরা চিন্তা ভাবনা করেছি।
তিনি বলেন, গত ৫ মার্চ দুই মন্ত্রী যে বক্তব্য রেখেছেন তাদের সঙ্গে অনেকের নাম এসেছে। তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামালায় তলব করলাম না। কারণ আমরা আদালত অবমাননার মামলা নিয়ে বাড়াবাড়ি করতে চাই না।প্রধান বিচারপতি বলেছেন, সর্বোচ্চ আদালত তার কর্তৃত্ব ও মর্যাদা বজায় রাখতে কখনো মাথা নত করেনি, আর করবেও না।