• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

মনের ঠিকানা’য় সুযোগে গদগদ শার্লিনা-উকুন বাঁচলেন নায়কের


প্রকাশিত: ৪:১৫ এএম, ২ আগস্ট ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৪৬৯ বার

Habib.-Sarlin-www.jatirkhantha.com.bdবিনোদন প্রতিবেদক   ;   মনের ঠিকানা’ খোঁজার সুযোগ পেয়ে গদগদ শার্লিনা?শুধুই কি তাই গানের অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের সময় হাবিবের মাথার উকুন বাঁচলেন যেন? দৃশ্যটি পর্যবেক্ষণ করে জাতিরকন্ঠের পাঠকরা ফোনে জানিয়েছেন এমনটিই।

3পাঠক-দর্শকরা জানান, রোমান্টিক লুকে দেখা গেল সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদকে। নতুন একটি গানের মিউজিক ভিডিও নিয়ে হাজির হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় এই সঙ্গীত তারকা। গানটির নাম ‘মনের ঠিকানা’। হাবিবের কণ্ঠ-সুরে এটি লিখেছেন ঋদ্ধি।

2গানটির মিউজিক ভিডিওতে হাবিবের সঙ্গে মডেল হয়েছেন শার্লিনা হোসাইন। ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।নারায়ণগঞ্জের মদনপুর এলাকার একটি রিসোর্টে হয়েছে এর দৃশ্যধারণ।

গেল দুই সপ্তাহ ধরেই ফেসবুকে গানটি নিয়ে ব্যাপক প্রচারনা চালিয়েছেন হাবিব। দুই দিন আগে মিউজিক ভিডিওর প্রথম ঝলকও প্রকাশ করেছেন। সব মিলিয়ে হাবিব ভক্তরা অপেক্ষায় ছিলেন হাবিবের এই নতুন মিউজিক ভিডিওটি দেখার জন্য।

এবার প্রকাশ করলেন ‘মনের ঠিকানা’ গানের পুরো ভিডিও। সোমবার (১ আগস্ট) রাতে গানটির ভিডিও অনলাইনে প্রকাশ করা হয়েছে।এ প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বলেন, ‘এটা ভালোবাসার সময়। ভালোবাসা ছড়িয়ে দাও, ভালোবাসা উপভোগ কর।

মনের ঠিকানা গানটি ভিন্ন স্বাদের ভালোবাসার গান।’উল্লেখ্য, গত বছর ‘হারিয়ে ফেলা ভালোবাসা’ গানটি দিয়ে দীর্ঘদিন পর নতুন গানে ফেরেন হাবিব ওয়াহিদ। সেই গানটিরও ভিডিও নির্মাণ করেন তানিম রহমান অংশু।

এ গানের পর আবার ‘মন ঘুমায় রে’ গানটিতে ভিন্নরকমভাবে পর্দায় আসেন হাবিব। এবার দেড় বছর পর একই নির্মাতা তৈরি করছেন হাবিবের নতুন গানের মিউজিক ভিডিও।