• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

মধ্যরাতে শাহজালালে বিমানবন্দরে নায়কের লাগেজে রহস্যময় বিড়াল


প্রকাশিত: ২:৪২ পিএম, ১৯ জুলাই ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৫৮ বার

বিনোদন রিপোর্টার  : মধ্যরাতে শাহজালালে বিমানবন্দরে নায়কের লাগেজে রহস্যময় বিড়াল নিয়ে তোলপাড় চলছে। এই ঘটনার salim-www.jatirkhantha.com.bdশিকার অভিনেতা শহীদুজ্জামান সেলিম। গত ১৪ জুলাই মধ্যরাতে তিনি গিয়েছিলেন বাংলাদেশ বিমানবন্দরে তার স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী রোজি সিদ্দিককে রিসিভ করতে। কিন্তু গিয়ে ঘটে গেল এক কাণ্ড! বিমানবন্দরের ভেতরে যেখানে লাগেজ বেল্ট আসে সেখানে তিনি একটি বিড়াল দেখে চমকে যান! সেই বিড়ালের ছবি তুলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্টও করেন তিনি।

এই প্রশ্নের উত্তর জানতে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সচারচর বিশ্বের যে কোন আন্তর্জাতিক মানের বিমানবন্দরে মানুষ ছাড়া অন্য কোন প্রাণীর প্রবেশ নিষেধ। যদি কোন প্রাণী নিতে হয় তাহলে অন্য কোন উপায়ে নিতে হয়। কিন্তু যেখান দিয়ে মানুষ প্রবেশ করে সেখানে কেন বিড়াল থাকবে? বিষয়টা শুধু আমাকে চমকায়নি আমি রীতিমত আশ্চার্য হয়েছি। তারপর সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা একজন অফিসারকে বললাম এখানে বিড়াল কেন? তিনি বললেন, ‘এখানে বিড়াল থাকে তো।’ এর বাইরে আর তিনি কোন কথা বলেননি।’

তিনি আরও বলেন, ‘পরে আমি বেশ কয়েকটি ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিয়েছি। যাতে করে সবাই সচেতন হয়। এমনিতেই আমাদের বিমানবন্দরের বাইরে অনেক হট্টগোল। এর মধ্যে যদি বিমানবন্দরের ভেতরেও একই অবস্থা হয় তাহলে দেশেরই সুনাম নষ্ট হবে। কারণ ধরেন আমি তো বিড়াল ভয় পাই না। অন্য কোন দেশের মানুষ বিড়ালটি দেখে জ্ঞান হারিয়ে ফেলতে পারে, তখন ব্যাপারটি কেমন হবে।’