• বুধবার , ১৫ জানুয়ারী ২০২৫

মধ্যরাতে শান্তিনগর টুইন টাওয়ারে রহস্যজনক আগুন মহা আতংক


প্রকাশিত: ৩:০৯ এএম, ১৭ ফেব্রুয়ারি ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৪৩ বার

Twin tower www.jatirkhantha.com.bdবিশেষ প্রতিবেদক : রাজধানীর শান্তিনগরের কনকর্ড টুইন টাওয়ারের মধ্যরাতে দশম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভবনটিতে মহা আতংক দেখা দেয়। মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এ নিয়ে দ্বীতিয় দফা আগুনের ঘটনা ঘটল ভবনটিতে। খিলগাঁও ফায়ার স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ আলী আহাদ জাতিরকন্ঠের এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করছে।

বাইশ তলা টুইন টাওয়ার ভবনের বাসিন্দা রুশো আহমেদ জানান, আগুনের ঘটনা রহস্যজনক।আগুনের পর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে গোটা ভবন। ভেতরে আটকে পড়েছেন ভবনটির আবাসিক বাসিন্দারা। আগুন লাগার পরপরই ভবনের বিদ্যুৎসংযোগ ও লিফট বন্ধ করে দেয়া হয়। আর ১০ তলায় আগুন লাগার কারণে উপরের তলার বাসিন্দাদের বের হওয়ার পথ রুদ্ধ হলে তাঁরা মহা আতংকগ্রস্থ হয়ে পড়েন।

এদিকে রাত পৌনে দুইটার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রনকক্ষের কর্মকর্তা ভজন কুমার সরকার জারিতকন্ঠকে বলেন, কনকর্ড টুইন টাওয়ারের অগ্নিকাণ্ডের পর আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রনে এসেছে। তবে ঘটনাস্থলে এখনও প্রচুর ধোঁয়া আছে।

আগুনের পাশাপাশি ধোঁয়া নিরসনে কাজ করছে ফায়ার সার্ভিস। এছাড়া আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসার পর অগ্নিকান্ডের কারণ জানা যাবে বলেও জানান তিনি।