• শুক্রবার , ৩ জানুয়ারী ২০২৫

মতিঝিল থেকে অপহৃত নোয়াখালীর দুই যুবক নারায়নগঞ্জে উদ্ধার


প্রকাশিত: ১২:৫৬ পিএম, ৩ মে ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৯২ বার

স্টাফ রিপোর্টার   :   ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুই যুবককে অপহরণ করলেও শেষমেষ 1দুর্বৃত্বরা তাদের ফেলে যায় নারায়ণগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে।সংশ্লিষ্ঠরা জানান, নোয়াখালীর  সোনাইমুড়ি থানার গোবিন্দ  ভৌমিক  (২২) ও একই  জেলার বেগমগঞ্জ  থানার  পিয়াস চন্দ্র  ভৌমিক  (২২) নামে দুই যুবক  বুধবার  দিবাগত  রাত  একটার  দিকে প্রায় ১৫-২০ জনের  এক দল সশস্ত্র  দুবৃত্ব মতিঝিল  এলাকা থেকে তাদের অপহরণ করে।পরে তারা হন গোবিন্দের পরিবারের সদস্যদের  কাছে দশ লক্ষ টাকা মুক্তিপণ  দাবি করে ।

কিন্তু পরিস্থিতি সামাল দিতে না পেরে দুবৃত্বচক্র বৃহস্পতিবার ভোরে তাদের নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম  মহাসড়কে ফেলে যায়।স্থানীয় লোকজন  তাদের কে উদ্ধার করেন  অস্বাভাবিক  অবস্থায় । এরপর দুপুর  বেলা  পরিবারের  সদস্যরা তাদের  ঢাকা  মেডিকেল কলেজ হাসপাতালে  নিয়ে যায় । গোবিন্দের চাচাতো ভাই  ণারায়ণ জানান ওরা আশঙ্কা মুক্ত।