• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

মতিঝিলে যুবলীগের স্বার্থের দ্বন্দে দুজন কর্মী গুলিবিদ্ধ


প্রকাশিত: ১:৪১ এএম, ১৭ সেপ্টেম্বর ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৩৯ বার

 

স্টাফ রিপোর্টার : রাজধানীর মতিঝিলের এজিবি কলোনির সামনে ইমন ও বাবু নামে দুই যুবলীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। 1পুলিশ ও স্থানীয়রা জানায়, যুবলীগের ক্লাবের সামনে বসে থাকা অবস্থায় কয়েকজন দুর্বৃত্ত তাদের দিকে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে রাত পৌনে ১২টার দিকে গুলিবিদ্ধ আহসানুল হক ইমন (৩০) ও রিজবী হাসান বাবু (৩৪) কে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক।

মতিঝিল থানার ডিউটি অফিসার এসআই আইয়ুব গুলিবিদ্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ঘটনাস্থলে আমাদের তদন্ত অফিসার আছেন। দুজন গুলিবিদ্ধের সংবাদ পেয়েছি। তবে কী নিয়ে এই ঘটনা ঘটেছে তা আমরা এখনও জানতে পারিনি। শুনেছি একটি গণ্ডগোল হয়েছে। দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।’

মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম রব্বানী জাতিরকন্ঠকে বলেন, ‘আমরা ঘটনা খবর পেয়েই ঘটনাস্থলে আসি। শুনতে পেরেছে রাজনৈতিক অভ্যন্তরীণ কোন্দলের কারণে দুজন গুলিবিদ্ধ হয়েছে। তবে এখানে এসে কাউকে পাইনি। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলছি।’
গুলিবিদ্ধ ইমনের বাবার নাম মৃত এনামুল হক। তার ডান উড়ুতে ও পাঁজরে গুলির চিহ্ন এবং মাথায় কাটা জখমের চিহ্ন রয়েছে। গুলিবিদ্ধ অপরজন বাবুর বাবা কালাম হাসান। তার মুখের বাম দিকে গুলিবিদ্ধ হয়েছে।

ঢামেক কর্তব্যরত চিকিৎসক জানায়, ‘তার দুজনই আশঙ্কামুক্ত নয়। তবে বাবুর অবস্থা বেশি গুরুতর।’