• বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪

‘মডেল ফার্মেসি’ ভেজাল ওষুধ বিক্রি বন্ধ করবে!


প্রকাশিত: ১:৩৯ পিএম, ১১ আগস্ট ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৩২৫ বার

স্টাফ রিপোর্টার  :  বাংলাদেশে ভেজাল ওষুধ বিক্রি প্রতিরোধে ‘মডেল ফার্মেসি’ ব্যবস্থা চালু করতে 11যাচ্ছে ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। ওষুধ প্রশাসন অধিদপ্তর ‘মডেল ফার্মেসি’র এই ‘পাইলট’ প্রকল্পের জন্য ইতোমধ্যে একটি নীতিমালা তৈরি করেছে বলে জাতিরকন্ঠকে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল ডা. মো. মুস্তাফিজুর রহমান।

সরকার-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) এসব ফার্মেসি চালু হবে জানিয়ে তিনি বলেন, ‘এই বছরের মধ্যেই অন্তত ১৫০টি ‘এ গ্রেড’ এবং ২০০০ ‘বি গ্রেড’ ফার্মেসি আনতে পারব বলে আশা করি। এসব দোকান ফার্মাসিস্ট নিয়োগসহ ওষুধ বিক্রির সব ধরনের মান বজায় রাখবে। তারা যে ওষুধ বিক্রি করছে সেই ওষুধ সম্পর্কে ক্রেতাদের সংক্ষিপ্ত ধারণাও দেবে।’

ডা. মুস্তাফিজুর বলেন, যদি সফল হই, আমরা এটাকে ধীরে ধীরে সারা বাংলাদেশে ছড়িয়ে দেব।’ এই ব্যবস্থা ভুয়া ও নকল ওষুধ বিক্রি ঠেকাবে বলে মনে করেন তিনি।