• সোমবার , ২০ মে ২০২৪

মঠবাড়িয়ার পৌর মেয়র রফি উদ্দিন হত্যা মামলায় ওয়ান্টেড


প্রকাশিত: ১:৪৬ পিএম, ২৯ জানুয়ারী ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৪৪ বার

পিরোজপুর প্রতিনিধি :  হত্যা মামলার আসামি হওয়ায় পিরোজপুরের মঠবাড়ীয়ার পৌর মেয়র ও motbaria-mayor-www.jatirkhantha.com.bdউপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌসকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঠবাড়িয়ায় যুবলীগ কর্মী লিটন পণ্ডিত হত্যা মামলার প্রধান আসামি তিনি।

রবিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন পৌর মেয়র। পরে বিচারক মো. বেল্লাল হোসেন জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।

এদিকে মেয়র ফেরদৌসকে কারাগারে পাঠানোর প্রতিবাদে পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে তার সমর্থকরা। উল্লেখ্য, গত বছরের ২৫ জুলাই মঠবাড়িয়ায় আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে যুবলীগকর্মী লিটন পণ্ডিত গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই জাকির হোসেন পণ্ডিত বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌসসহ ১৫ জনকে আসামি করা হয়।