• শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪

মগবাজারে বাসার ছাদে চুয়েট ছাত্র সুশানের লাশ


প্রকাশিত: ৩:০৫ পিএম, ৫ এপ্রিল ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৪৭ বার

 

1স্টাফ রিপোর্টার : রাজধানীর রমনার একটি বাসার ছাদ থেকে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।মৃত তানভীর হাসান সুশানের (২৪) বাড়ি জামালপুর সদরে। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।মঙ্গলবার সকালে বড় মগবাজারের ৩/৫/বি নম্বরে ছয় তলার বাড়ির ছাদে তার মৃতদেহ পাওয়া যায় বরে রমনা থানার উপপরিদর্শক মোশারফ হোসেন জানিয়েছেন।

তিনি জাতিরকন্ঠকে বলেন, “কয়েক সপ্তাহ আগে তানভির তাবলিগের চিল্লায় কুড়িগাম যাবেন বলে পরিবারকে জানার। এরপর কুড়িগ্রাম থেকে বড় মগবাজারে ওই বাসায় থাকা তিন বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিলেন।”তার বন্ধুদের কাছে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়।