• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

মক্কায় ইতিকাফে প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা


প্রকাশিত: ৫:১০ পিএম, ৩১ মার্চ ২৪ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৯৫ বার

অনলাইন ডেস্ক : পবিত্র মক্কা নগরীতে ইতিকাফে বসলেন বাংলাদেশি শিল্পপতি, বর্তমান জাতীয় সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান। রোববার ৩১ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ, আমি পবিত্র রমজানের শেষ দশ দিন কাবার সামনে, ইমাম ঠিক যেখান থেকে নামাজ পড়ান তার একেবারে পাশে ইবাদত বন্দেগিতে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান ও পরম করুণাময়। বরকতময় এই দিনগুলোতে সবাই আমাকে আপনাদের দোয়ায় স্মরণ রাখবেন।