• বৃহস্পতিবার , ২৩ জানুয়ারী ২০২৫

ভয়ংকর সেই ‘মোনালিসা’ পাকরাও


প্রকাশিত: ৫:১৭ পিএম, ২৬ অক্টোবর ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ২২৫ বার

 
আন্তজার্তিক ডেস্ক রিপোর্টার : পাকিস্তানের পেশোয়ার থেকে ‘ন্যাশনাল জিওগ্রাফিক’ ম্যাগাজিনের কল্যাণে বিখ্যাত হওয়া 01সেই ‘আফগান বালিকা’ শরবত বিবিকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছে দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। পাকিস্তানের পত্রিকা ‘ডন’ এর বরাত দিয়ে এ কথা জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।

১৯৮৪ সালে পেশোয়ারের এক শরণার্থী শিবিরে বিবির ছবি তুলেন ন্যাশনাল জিওগ্রাফিক এর ফটোগ্রাফার স্টিভ ম্যাকক্যারি। ১৯৮৫ সালের জুন মাসে সেই ছবিকে কভার পেজে তুলে আনে ম্যাগাজিন কর্তৃপক্ষ। এতে রাতারাতি ‘আফগান বালিকা’ হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন বিবি। ম্যাকক্যারি যখন বিবির ওই ছবি তুলেন তখন তার বয়স ছিলো মাত্র ১২ বছর।

এর কিছু দিন পর বিবির জীবন নিয়ে আলাদা করে একটি সংক্ষিপ্ত তথ্যচিত্রও বানায় ন্যাশনাল জিওগ্রাফিক, যেখানে বিবিকে ‘আফগান যুদ্ধের মোনালিসা’ বলে আখ্যায়িত করা হয়।

সূত্র বলছে, বুধবার জাতীয় পরিচয়পত্র জাল করায় বিবিকে তার বাসা থেকে আটক করে এফআইএ। বিবির পাকিস্তান ও আফগানিস্তান দুই দেশের জাতীয় পরিচয়পত্র রয়েছে এবং তা উদ্ধারও করেছে এফআইএ।