• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

ভেজালে ভরপুর আগোরাকে ফের জরিমানা


প্রকাশিত: ৫:৩১ পিএম, ২৯ মে ১৮ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৯৭ বার

 
স্টাফ রিপোর্টার :  চেইন শপ আগোরার ভেজাল ঘিয়ের মামলা এখনো শেষ হয়নি। এঅবস্থায় ফের ভেজালে জড়িয়ে ব্যবসা করছে agora-www.jatirkhantha.com.bdআগোরা।এবার মিলেছে পচা মাছ’ও।বিএসটিআইর অনুমোদনবিহীন পণ্য পাওয়ায় এবার আগোরার মিরপুর শাখাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার মিরপুরে সনি সিনেমা হলের পাশে চিড়িয়াখানা সড়কের আগোরায় অভিযান চালিয়ে এই জরিমানা করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।ডিএমপির নির্বাহী হাকিম মশিউর রহমান জাতিরকন্ঠকে জানান, আগোরায় বিএসটিআইর অনুমোদন বিহীন পণ্য, সেমাই পান তারা। এছাড়া পচা মাছ সংরক্ষণ করায় তাদের ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের বিষয়ে কথা বলতে আগোরার প্রধান কার্যালয়ে যোগাযোগ করা হলে কেউ কথা বলতে চাননি। মিরপুরে আগোরার পাশাপাশি আরও কয়েকটি দোকানে অভিযান চালায় মশিউর পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালত। বিএসটিআইর অনুমোদনহীন সস ব্যবহার করায় বার্গার কিং নামের একটি খাবারের দোকানকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।