• শনিবার , ২৫ জানুয়ারী ২০২৫

ভূমিকম্পে মাটিতে ফাটল- সুনামগঞ্জে একজনের মৃত্যু


প্রকাশিত: ৬:২৩ পিএম, ৩ জানুয়ারী ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৫৪ বার

সুনামগঞ্জ প্রতিনিধি  :  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ভূমিকম্পের সময় আতঙ্কে হৃদরোগে vvvvvআক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার বেলা সোয়া ৩টার দিকে মারা যাওয়া হিরণ মিয়ার (৬০) বাড়ি উপজেলার পাটলী ইউনিয়নের আসামপুর গ্রামে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বেলা ৩টা ৯ মিনিট ২ সেকেন্ডে ভারতের ত্রিপুরা রাজ্যের আমবাসায় ভূপৃষ্ঠের ৩৬ দশমিক ২ কিলোমিটার গভীরে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্পের উৎপত্তি হয়।

ভূমিকম্পের আতঙ্কে মারা যাওয়া জগন্নাথপুরের হিরণ মিয়ার স্বজনরা জানান, ভূমিকম্পের সময় হিরণ মাটিতে লুটিয়ে পড়েন। তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মধুসুদন ধর বলেছেন,‘ভূ-কম্পনের সময় আতঙ্কিত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান’।

এদিকে, ভূমিকম্পের আতঙ্কে একই সময় উপজেলার পাটলী মাদ্রাসার দুই তলা ভবন থেকে শিক্ষার্থী নাদিউর রহমান ঝাপিয়ে পড়ে গুরুতর আহত হয়েছে। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাদিউর হবিগঞ্জের চুনারুঘাটের আব্দুল হাইয়ের ছেলে।

এছাড়া ভূমিকম্পে মৌলভীবাজারের কমলগঞ্জে কয়েকটি স্থানে মাটি ফেটে পানি বেরিয়ে আসার খবর পাওয়া গেছে। এছাড়া মাটিতে ফাটল দেখা দিয়েছে কয়েকটি স্থানে।