• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

ভূমিকম্পে ভারতে ৮ জনের মৃত্যু


প্রকাশিত: ১১:৩৭ এএম, ৪ জানুয়ারী ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৩৯ বার

1অনলাইন ডেস্ক : ভূমিকম্পে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মণিপুর রাজ্যে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন শতাধিক মানুষ। সোমবার ভোরে স্থানীয় সময় ৪টা ৩৬ মিনিটে সেখানে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) দপ্তর জানায়, ভূমিকম্পের উৎসস্থল ছিল মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ২৯ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিম এবং ঢাকা থেকে ৩৫২ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে ভারত-মিয়ানমার সীমান্তের কাছাকাছি।

এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৫৫ কিলোমিটার গভীরে। বাংলাদেশ, মিয়ানমার, ভুটান ও নেপালেও ভূমিকম্প অনুভূত হয়।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভূমিকম্পে মণিপুরে অন্তত ৮ জনের মৃত্যু এবং শতাধিক মানুষ আহত হয়েছেন । বিভিন্ন শহর ও গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইম্ফলে অনেক ঘরবাড়িতে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। প্রচণ্ড ঝাঁকুনিতে বিভিন্ন ভবনের দেয়াল, সিঁড়ি ও ছাদ ধসে পড়ে।

ভারতের আবহাওয়া দপ্তর জানায়, ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে মণিপুরের তামেংলঙ জেলার ননি গ্রাম ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল।