• রোববার , ২২ ডিসেম্বর ২০২৪

ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান


প্রকাশিত: ৭:৪৪ পিএম, ৩০ আগস্ট ১৫ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৪১৯ বার

  

vua muktizodda-www.jatirkhantha.com.bdবিশেষ প্রতিবেদক.ঢাকা:  সনদ ভুয়া প্রমাণিত হওয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামানের মুক্তিযোদ্ধা সনদ ও গেজেট বাতিল করা হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আজ রোববার মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান।
মোল্লা ওয়াহিদুজ্জামান বর্তমানে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যান হিসেবে কাজ করছেন।

এর আগে জনপ্রশাসনের তিন সচিব ও একজন যুগ্ম সচিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। পরে মন্ত্রণালয়ের তদন্তে প্রমাণ মেলে, মোল্লা ওয়াহিদুজ্জামান মুক্তিযোদ্ধা নন।

মন্ত্রী বলেন, ‘মোল্লা ওয়াহিদুজ্জামানের বক্তব্য বিবেচনায় আমরা সে সময় সনদ বাতিল না করে স্থগিত করেছি। তাঁকে শুনানিরও সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি যে মুক্তিযোদ্ধা, তার সপক্ষে কোনো যুক্তি তুলে ধরতে না পারায় আমরা তাঁর সনদ বাতিল করেছি।’